প্রেমে প্রেমে - গান

 প্রেমে প্রেমে

খাদিজা বেগ


প্রেমে প্রেমে ভরলে হৃদয় 

ধীরে ধীরে প্রেমিক জ্বলবে,

প্রেম আগুনে পুড়ে পুড়ে 

তার প্রেমিকার মনটা গলবে।


জলে জলে মেঘ ভরিলে 

ঝমঝমিয়ে বৃষ্টি নামবে,

কানায় কানায় ভরলে নদী

তবেই নদীর জোয়ার থামবে।

প্রেমের পথে আসবে বাঁধা 

নিন্দুকেরা কথা বলবে।।


প্রেমিক নয়ন হবে শ্রাবণ 

নয়নের ঘুম যাবে ভেসে,

রাত্রির পরে সকাল হবে 

আশার রবি উঠবে হেসে।

পবিত্র মন সারা জীবন

 পবিত্র পথ ধরে চলবে।।


জোর জুলুমে হয় না রে প্রেম

প্রেমের সৃষ্টি হয় আপসে,

পবিত্র প্রেম শেষ হইয়া যায়

অপবিত্র সঙ্গ দোষে।

প্রেম জ্বালায় জ্বলবে প্রেমিক 

তবু না ভুল পথে টলবে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান