শুধু একবার - গান
শুধু একবার
খাদিজা বেগম
শুধু একবার ফিরে তাকাও
আর কোন দিন আসবো না,
তোমায় পাবার আশায় আশায়
প্রার্থনায় আর ভাসবো না।।
শুধু একবার কথা শোনো
আর কোনদিন বলব না,
তোমার চলার ঐ পথ ধরে
কখনো আর চলব না।
ভালো যদি নাইবা বা বাসো
বল ভাল বাসবো না।।
ভালো মন্দ কিছু বল
শুনে শান্ত করি মন,
বন্ধ করি অশ্রু ধারা
যা ছুটেছে সারাক্ষণ।
শুধু একবার শোন তুমি
এই হৃদয়ের বাসনা।।
কি করে বুঝাই বল
তোমায় কত প্রয়োজন,
তুমি ছাড়া ভেঙ্গে যাবে
এই জীবনের আয়োজন।
তোমায় আমি বেঁধে রাখব
হও যদি গো রশনা।।
Comments
Post a Comment