তুমি যদি জানতে - গান

 তুমি যদি জানতে

খাদিজা বেগম 


তুমি যদি জানতে ওগো

তোমার থাকা নীরবতা,

আমায় করে একা মিনিটে

সহস্রবার নির্মম হত্যা।


দূরে দূরে থেকো না আর

থাকো আমার পাশাপাশি,

তোমার জন্য নিজের ঘরে

আজ হয়েছি বনবাসী।

নিঃশ্বাস বন্ধ হয়ে আসে 

না শুনিলে তোমার কথা।।


তুমি জানো না গো প্রিয়

না পেলে হায় তোমার ক্ষমা,

এই পৃথিবীর সব যন্ত্রনা 

আমার ভিতর থাকে জামা।

বুকটা জুরে চিন চিন করে 

সূচনা হয় মরন ব্যথা।।


তুমি ছাড়া দিশেহারা 

চোখের জলে ভেসে যাই রোজা,

তবু আমার কাছে এসে

একটিবারো নিলেনা খোঁজ।

আমি মরে গেলে কি গো 

ভাঙবে তোমার নীরবতা??

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান