এই জীবনে - গান

 এই জীবনে- গান 

খাদিজা বেগম 


এই জীবনে আমি কারো

 ভালবাসা পাই বা না পাই,

এই প্রার্থনা আমি তোমার 

 ভালবাসা যে না হারাই।


টাকা পয়সা, জায়গা জমি

এ সব খোঁজার সময় তো নাই,

মনে প্রাণে অনুভবে

যখন তোমায় খুঁজিয়া পাই।

দৃশ্যমান যা কিছু দেখি

তুমি ছাড়া অস্তিত্ব নাই।।


এই জীবনে বড় পাওয়া

ওগো তুমি আমার মালিক,

তাই তো কানায়, কানায়

সুখে ভরা আমার চারদিক।

না চাইতেই যা দিয়েছ

সেই ক্ষমতা আর কারো নাই।।


তোমার উপর দিয়ে দিলাম 

আমার সকল দায়  দায়িত্ব,

তুমি আমায় রাখবে ভাল

দেখাবে পথ সরল সত্য।

আজ ভরসা করার মতো 

তোমার মত আর কেহ নাই।।


তুমি আমায় পুষে রাখো

তোমার ক্ষমা নামের খাঁচায়,

তুমি যদি মারো আমায়

সাধ্য নাই কারো আমায় বাঁচায়।

তুমি আল্লাহ অদ্বিতীয় 

তুমি ছাড়া নাই দরদী নাই।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান