ও ও আল্লাহ্ - গান

 ও ও আল্লাহ্

খাদিজা বেগম 


ও ও আল্লাহ্, আল্লাহ্ গো ও

ভাসাও যদি থাকবো ভেসে,

 আবার তুমি ডুবাও যদি

ডুবে যাবো তলো দেশে।


তুমি ছাড়া কেউ নাই আমার 

তুমি আমার এ কুল ও কুল,

তুমি রহিম হে রহমান

ক্ষমা করো আমার সব ভুল।

ও ও আল্লাহ আশ্রয় দাও গো

তোমার কাছে ভালবেসে।।


তুমি আমার মহান চালক 

আমায় চালাও সঠিক পথে,

তুমি অসীম ক্ষমতাসীন 

এ মত মেলাও তোমার মতে।

দয়া ভিক্ষা চাই গো আমি 

হাত পাতিয়া তোমার কাছে।।


সব সমস্যার এক সমাধান 

তুমি আল্লাহ্ শেষ ভরসা,

আমার বলে শুধু তুমি 

তোমার জন্য সব প্রশংসা।

তোমার আদেশে নিষেধ যেন 

পালন করি হেসে হেসে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান