কত করে - গান
কত করে
খাদিজা বেগম
কত করে করলাম মানা
আমায় ছেড়ে যাসনা দূরে,
এখন আমার প্রাণ বাঁচে না
দিবানিশি মনটা পুড়ে।
তুই বিহনে মরে যাব
আয় ফিরে আয় এই বুকেতে,
কত নিশি জেগে রইলাম
ঘুম আসে না এই চোখেতে।
কোথায় কোথায় খুজবো তোরে
পাগল হইলাম ঘুরে ঘুরে।।
কত কথা হইছে জামা
তুই ছাড়া আর নেই তো শোনার,
তুই বুঝি গো ঘুমের ভরি
ঘুম আসে না তাইতো আমার।
তোর বিরহ ঘুনের মত
কলিজা খায় কুরেকুরে।।
মন কাঁদেরে এই মন কাঁদে
তোরে দেখার ইচ্ছা জাগে,
একটি নজর দেখবো তরে
আয় ফিরে আয় মরার আগে।
শত্রুর মতো দিলি ব্যাথা
ওরে আমার প্রাণ বন্ধুরে।।
Comments
Post a Comment