লাইলি লাইলি - গান
লাইলি
খাদিজা বেগম
লাইলি লাইলি মনটা আমার
মজনু মজনু করে মরে,
মজনু রে ও মজনু আমার
আর থেকো না দূরে সরে।
মজনু মজনু নাম ধরিয়া
ডাকি মধুর সুরে সুরে,
ভালোবেসে ছুটে এসো
থেকো না আর দূরে দূরে।
তুমি ছাড়া সুখ লাগে না
দুঃখ ভরা এই অন্তরে।।
চুপি চুপি চুরি করে
নিয়ে গেলে আমার মনটা,
মন হারিয়ে পাগল আমি
তোমায় খুজি ২৪ ঘন্টা।
হাত বাড়ালে পাই না তোমায়
থাবো আমার মনের ঘরে।।
মন হারানো উদাসিনীর
প্রাণটা যেন এখন যায় যায়,
কি করে যে বুঝাই আমি
প্রাণটা শুধু তোমাকে চায়।
রাত কাটেনা দিন কাটেনা
আয়রে মজনু আয় আয় আয় রে।।
Comments
Post a Comment