ভুবন নামের - গান

 ভুবন নামের 

খাদিজা বেগম 


ভুবন নামের বৃক্ষ ডালে

 আমি একটি ক্ষুদ্র পাতা,

কয়েকদিন পর ঝরে যাব

ভুলবে সবাই আমার কথা।


আজকে আমি অনেক সবুজ 

কালকে হব হলুদ হলুদ,

পরশু হব বাদামি রং 

তোরস্যু আমায় ডাকবে মাবুদ।

এই দুনিয়ার মায়ায় পরে

কান্দিস নারে মন অযথা।।


এই ভুবনের মালিক একজন 

আমরা সবাই তারি গোলাম,

তার গোলামী ভুলে গিয়ে

অকৃতজ্ঞ কেন হলাম?

জবাবদিহি করতে হবে 

নড়চড় হবে না তার কথা।।


মালিক ছাড়া নাই কোন পথ 

বেশি বুঝলে হবে বিপদ,

জেনেশুনে মানিয়া লও

মহান আল্লাহর কুরআনের পথ।

তার চরণে কান্দোরে মন

মক্কার দিকে ঠেকাও মাথা।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান