কান্না - গান
কান্না
খাদিজা বেগম
সুখের কান্না দুঃখে কান্না
সকল কান্নার অশ্রু নোনা,
কান্নায় কান্নায় ভিজা থাকে
হাসি মুখের চোখের কোণা।
কেউ বা কাঁদে খুব গোপনে
দেখা যায় না চোখের পানি,
মুখ বুঝিয়া সহ্য করে
বুকের বামের কামড়ানি।
কেউ বা কাঁদে ছাই এর জন্য
পায়ে ঠেলা কাঁচা সোনা।।
কত কান্নার বোবা সাক্ষী
দূরের আকাশ আর নির্ঘুম রাত,
কেউ শোনে না সে ছাড়া আর
স্বপ্ন ভাঙা তার আত্মনাত।
প্রেমের নামে লুট হয়েছে
কত অবুঝ মন ললনা।।
প্রেম বিহনে কান্দে প্রেমিক
আবার কান্দে প্রেমে পড়ে,
কতজনায় একলা কান্দে
স্মৃতি লইয়া তার অন্তরে।
প্রেমে জীবন প্রেমে মরণ
প্রেমে আছে খুব ছলনা।।
Comments
Post a Comment