তোর অপেক্ষায় - গান
তোর অপেক্ষায়- গান
খাদিজা বেগম
তোর অপেক্ষায় থাকতে থাকতে
হইলাম ধৈর্য হারা,
আর কিছুদি থাকলে দূরে
যাব বুঝি মারা।।
আয় ফিরে আয় এই বুকে আয়
থাকিস না আর দূরে,
তোর বিরহে ছাই হয়ে যাই
দিবানিশি পুড়ে।
বাঁচতে চায় না আমার জীবন
ওরে তোরে ছাড়া।।
এই মনে চায় এই প্রাণে চায়
চায় তোরে এই দেহ,
কত জ্বালায় জ্বলছি আমি
জানে না তা কেহ।
পুড়ছে হৃদয় গলছে আঁখি
বইছে ঝর্না ধারা।।
কানতে কানতে ঘুমাই যখন
তখনই পাই কাছে,
জাইগা দেখি তুই কাছে নাই
আবার কান্না আসে।
প্রেম পিপাসায় বুক ফেটে যায়
মৃত্যু করে তাড়া।
Comments
Post a Comment