শীতের সকালে - গান
শীতের সকালে
খাদিজা বেগম
শীতের সকালে সূর্যকে পেলে
হারায় যেমন করে কুয়াশা,
তেমনি হারাতে চাই আমি তোমাতে
যদি এতটুকু পাই ভালোবাসা।
বর্ষা বাদলে জোয়ারের জলে
ডুবিয়া হারায় নদীর কূল,
তেমনি হারাতে চাই আমি তোমাতে
যদি পাই তোমার প্রেমের ফুল।
প্রণয় জলেতে ডুবে ডুবে আমি
মেটাবো আমার প্রেম পিপাসা।।
বসন্ত কালে ফুলে অলি এলে
খুশিতে হারায় ফুলের মধু,
তেমনি হারাতে চাই আমি তোমাতে
যদি পাই তোমার প্রণয় শুধু।
প্রনয়ের হাত ধরিয়া হারাবো
মিটাবো মনের গোপন আশা।।
ওই শরৎকালে সাদা মেঘ পেলে
আকাশ হারায় তাহার নীল,
তেমনি হারাতে চাই আমি তোমাতে
যদি পাই তোমার মনের মিল।
তোমার ভিতরে হারিয়ে নিজেকে
বেঁধেছি যতনে প্রেমের বাসা।।
Comments
Post a Comment