তুমি চলে এসো - গান
চলে এসো
খাদিজা বেগম
চলে এসো এসো বন্ধু
আমি তোমায় খুব কাছে চাই,
প্রেম ফাগুনের আগুনে জ্বলে
আমার দেহ মন পুড়ে ছাই।
বৃষ্টি ভেজা এই বাতাসে
ভেসে আসে তোমার গন্ধ,
তোমায় ছাড়া পাগলপারা
আবেগ বিবেক করে দ্বন্দ্ব।
তোমায় আমি কতটা চাই
কি করে সে কথা বোঝাই।।
আমার মনে চায় প্রাণে চায়
থাকি তোমার সাথে মিশে,
সোনা রংঙের দেহ আমার
কালো হইল বিয়োগ বিষে।
অনেক কিছু জমা আছে
তোমার সাথে যোগ করিতে চাই।
মনে মনে ফুটেছে ফুল
বাতাসে তার ছুটেছে ঘ্রান,
ভালোবাসা ছাড়া আমার
বাঁচে না আর বাঁচে না প্রাণ।
এবার বুঝি আসছো তুমি
তোমার চরণ ধ্বনিটি পাই।।
Comments
Post a Comment