তুমি সাড়া দাও - গান
তুমি সাড়া দাও
খাদিজা বেগম
তুমি সাড়া দাও বা না দাও
তবু আমি তোমায় ডাকবো,
তুমি আসো আর না আসো
আমি তোমার আশায় থাকবো।
তোমার জন্য জেগে জেগে
একের পর এক রাত পোহাবো,
তোমার কথা ভেবে ভেবে
দিনের পর দিন গুনে যাবো।
ঘৃণা করো যদি আরো
তবু আমি ভালোবাসবো।।
তোমার দেয়া অনল দিয়ে
যুগ যুগ ধরে পুড়বো দেহ,
জ্যান্ত মরা হয়ে থাকবো
জনাবে না তা অন্য কেহ।
যদি যাও দূর থেকে দূরে
আমি তোমার কাছে আসবো।।
তোমার আশায় আশায় থেকে
আমি যদি যাইগো মরে,
মরার পরেও চাইবো তোমায়
আমার আল্লাহ পাকের তরে।
এই হৃদয়ের মাঝ খানেতে
খুব যতনে তোমায় রাখবো।
Comments
Post a Comment