তুমি আমার হৃদয় - গান
তুমি আমার হৃদয়
খাদিজা বেগম
তুমি আমার হৃদয় হয়ে
বুকের মাঝে থাকো,
তুমি আমার শ্বাস-প্রশ্বাসে
প্রাণ বাঁচিয়ে রাখো।
তুমি রক্ত কণা হয়ে
বইছো আমার শিরায়,
তোমায় বিনে আমার দেহ
নিস্তেজ হয়ে যায় যায়।
তুমি আমার ভোরের পাখি
ঘুম ভাঙাতে ডাকো।।
তোমায় পেতে বিরোহি বুক
বিরহে যায় পুড়ে,
এই যন্ত্রণার নেই শান্তনা
থেকো না আর দূরে।
চিরতরে ঘুমাবে চোখ
যদি দূরে থাকো।।
প্রেম পিপাসি মনটা আমার
ছটফটিয়ে মরে,
ওগো বন্ধু শুধু তোমার
ভালবাসার তরে।
আমি তোমায় খুজে মরি
তুমি কোথায় থাকো??
Comments
Post a Comment