যতটা ক্ষণ - গান
যতটা ক্ষণ
খাদিজা বেগম
যতটা ক্ষণ ঘুমে থাকি
ততটা ক্ষণ থাকি ভালো,
জাগলে দেখি দুই নয়নে
আমার ভুবন শুধুই কালো।
চিরতরে ঘুমাতে চাই
চোখ ভরে ঘুম দাও অন্তর্যামী,
জেগে থাকতে যন্ত্রণা হয়
পারব না আর বাঁচতে আমি।
রক্ত ঝরা ক্ষত মনে
কেন এত আগুন জ্বালো।।
কি আর হবে চেয়ে থেকে
দেখি যদি সব অন্ধকার,
আপন বলে ছিল যে জন
এখন আর সে নেই তো আমার।
সে যে ছিল দিনের সূর্য
আঁধার রাতে চান্দের আলো।।
অবুঝ মনটা যতই বুঝাই
মানে না সে কোন যুক্তি,
এই যন্ত্রণা সহ্য হয় না
প্রাণ চায় বারে বারে মুক্তি।
তবু বাঁচব আল্লাহর জন্য
তিনি করেন যা তাই ভালো।।
Comments
Post a Comment