এই বাড়ি ঘর - গান
এই বাড়ি ঘর
খাদিজা বেগম
এই বাড়ি ঘর দালান কোঠায়
কি উপকার হলো তোমার?
নিজের হাতে গইড়া নিজে
মালিক হতে পারো নাই তার।
এখন তুমি শূন্য খাঁচা
ভিতরে নাই সোনার পাখি,
বলবে না আর কোন কথা
খুলবে না আর তোমার আখি।
এতো করে বলেছিলাম
করিস না মন তুই অহংকার।।
আজকে এখন কোথায় গেল
কথায় কথায় তোমার হুংকার?
মুখের জায়গায় মুখ আছে আজ
ক্ষমতা নাই রে মুখ খোলার।
পায়ের জায়গায় পা আছে তোর
ক্ষমতা নাই রে দাঁড়াবার।।
হাতের জায়গায় হাত আছে তোর
ক্ষমতা নাই রে নাড়াবার,
নাকের জায়গায় নাক আছে তোর
ক্ষমতা নাই রে শ্বাস নেবার।
এতো করে বুঝাই ছিলাম
করিস না তুই আমার আমার।।
Comments
Post a Comment