বুকের ব্যাথায় - গান

 বুকের ব্যাথায়

খাদিজা বেগম 


বুকের ব্যাথায় আঁতকে উঠি

ঘুমের ঘোরে রোজ কান্দিয়া,

তুমি আমি দুই বাসিন্দা

কি লাভ হলো ঘর বান্দিয়া।


সুখের আশায় যে হাত ধরলাম

তাতে পেলাম শুধু ব্যাথা,

কথা দিয়ে রাখলানা তো 

তুমি তোমার কোন কথা।

বিশ্বাস করে যে মন দিলাম 

কি সুখ পেলে তা ভাঙিয়া।।


তোমার ভাবনা রাখতে মানায় 

জানি আমার এই অন্তরে,

তবুও তো কেমন আছো 

আমার জানতে ইচ্ছে করে?

মনে আমার আশা ছিল 

জীবন কাটবে তোমায় নিয়ে।।


সেই তুমি আজ কত দূরে

জানিনা তার কোন খবর,

জিন্দা থাকতে মরে গেলাম

বুকে দিলাম সুখের কবর।।

হাসিগুলো হারাই গেছে 

কান্দি এখন রাত জাগিয়া।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান