না জানিনা - গান

 না জানিনা

খাদিজা বেগম 


না জানিনা আর কত দূর

আমার এই পথ চলা বাকি,

না জানিনা সেই ঠিকানা

আজ এখনই পাবো না কি!


চলতে চলতে ক্লান্ত আমি

তাইতো বসে করি বিশ্রাম,

চিন্তায় চিন্তায় অশান্ত মন

কিছুতেই আর পাইনা আরাম।

তবু যেন কার অপেক্ষায়

দিবানিশী চেয়ে থাকি।।


জানিনা সে আসবে কখন

শুধু জানি আসবেই একদিন,

সেদিন থামবে সব ব্যস্ততা

চলবেনা আর হাওয়ার ইঞ্জিন।

সবাই সেদিন দেখবে আমায়

ঘুমে বিভোর আমার আঁখি।।


সেই চিন্তায় আজ ঘুম আসে না

এপাশ ওপাশ করি রাতে,

অন্ধকারে থাকবো একা 

কেউ থাকবে না আমার সাথে।

কর্মফল মোর সঙ্গী হবে

দেবে না সে আমায় ফাঁকি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান