লোভ লালসা - গান

 লোভ লালসা

 খাদিজা বেগম 


লোভ লালসা, ভয় করো মন 

ভয় করো না কোন মৃত্যু,

মৃত্যু তোমার বন্ধু লাগে,

লোভ লালসই বড় শত্রু।


হিংসা, নিন্দা ভয় করো মন

ভয় করো না দারিদ্রতা,

দারিদ্রতা পরীক্ষা নেয়

 পাশ করিতে চায় সততা।

অহংকার আর প্রতিহিংসা 

এই জীবনের চির শত্রু।।


অপকর্মে লজ্জিত হও 

লজ্জা করো না সৎকর্মে,

 সত্য ধর্ম মেনে চলো

এটাই আছে মানব ধর্মে।

নামাজ, রোজায় লাভ হবে না 

ফেললে অন্যায় ভাবে অশ্রু।।


অসুস্থতা ভয় করো না 

ভয় করো না দুঃখ, কষ্ট,

কষ্ট সহে মানুষ হবে 

শ্রেষ্ঠ হতে আরও শ্রেষ্ঠ।

তারে তুমি ভয় করো মন 

যাহার হাতে জন্ম মৃত্যু।।






Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান