আসবে আসবে - গান
আসবে আসবে
খাদিজা বেগম
আসবে আসবে বলে বন্ধু
তুমি আজও তো এলেনা,
কাছের মানুষ দূরে থাকলে
বুকটা জ্বলে সুখ মিলে না।
রাত্রি আসে ঘুম আসে না
আমি তখন চোখ বুঁজে চুপ,
মনে মনে মনটা তখন
তোমাতে চুপ করে দেয় ডুব।
কেমন করে বোঝাই তোমায়
তুমি ছাড়া শ্বাস চলেনা।।
কত জ্বালা যন্ত্রণাতে
জ্বলি পুড়ি হাসি মুখে,
কেউ দেখেনা আমার কান্না
সবাই দেখে আছি সুখে।
কতদিন হয় হয়না বন্ধু
ভালোবাসার লেনা দেন।।
মাঝে মাঝে তোমায় ভেবে
আমি হয়ে যায় উদাসী,
যার নাই দয়া মায়া কেন
আমি তারে ভালোবাসি?
প্রেম বিরহে দগ্ধ হৃদয়
কন্ঠে কথা আর বলে না।।
Comments
Post a Comment