তুমি হাসলে
তুমি হাসলে
খাদিজা বেগম
তুমি হাসলে হেসে উঠে
তোমার নাকের নাকফুল,
তুমি নাচলে নেচে ওঠে
তোমার কানের ঐ দুল।
হাসো হাসো রে ও কান্না
নাকে নাকফুল দিয়া,
নাচো নাচো রে ও কান্না
কানেরি দুল দিয়া।
তোমার নাচন দেইখা যেন
তোমার সে হয় ব্যাকুল।।
অঙ্গ যেন ভরা নদী
চলনে-তে উর্মী,
পাগল করা এমন নাচন
নাইচোনা আর তুমি।
তোমার নাচন দেইখা মনে
ঝড় উঠে যায় তুমুল।।
তোমার হাসি অমর থাকুক
হয়না যেন মলিন,
সুখ আনন্দে ভরে থাকুক
তোমার প্রতিটা দিন।
গ্ৰীষ্ম,বর্ষা, শীতেও তুমি
সব ঋতুতেই শিমুল।।
Comments
Post a Comment