জন্মভূমি মা
জন্মভূমি মা খাদিজা বেগম জন্মভূমি মা গো তুমি আমার সোনার বাংলাদেশটা, এইখানে নাই দুঃখ, কষ্ট, কোন শান্তি সুখের শেষটা।। মনি, মুক্তা, হীরা, পান্না তারো চেয়ে বড় খনি, কানায় কানায় সম্পদ ভরা আমার প্রিয় দেশ জননী। দেশ বাঁচাতে ধ্বংস করব দেশ বিরোধী অপচেষ্টা।। যেতে চাই না আমেরিকা হতে চাই না আমেরিকান, বাংলা আমার আমি বাঙালী এটাই আমার বড় সম্মান।। দেশের জন্য রক্ত দেবো প্রয়োজনে দেবো এই প্রাণ, সকল কিছু দিয়ে হলেও রক্ষা করবো এই দেশের মান। সাত জনমেও শেষ হবেনা দেশটা ভালো বাসার তেষ্টা।।