মধুর ঝিলে
মধুর ঝিলে
খাদিজা বেগম
পথের সাথী হয়ে তুমি
আমার পথে এসেছিলে,
তোমার কথায় মুগ্ধ করে
আমার মনটা কেড়ে নিলে।।
তোমার রুপে বিভোর হয়ে
তখন ছিলাম শুধু চেয়ে,
এখন আমি মাতাল মাতাল
তোমাকে না কাছে পেয়ে।
দিবানিশি খুঁজে মরি
আমার শান্তি নাই এই দিলে।।
খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে
ভাবি বসে একা একা,
এখন তোমার সাথে আমার
কেন যে আর হয়না দেখা?
ঘর ছেড়েছি তোমার টানে
পথে পথে এখন থাকি,
তোমায় ছাড়া কষ্টে আছি
ঝরঝরিয়ে ঝরে আঁখি।
তোমায় পেলে স্বর্গ পেতাম
ডুবে যেতাম মধুর ঝিলে।।
Comments
Post a Comment