মহা স্বপ্ন
মহা স্বপ্ন
খাদিজা বেগম
পৃথিবীর) সকল লোকে স্বপ্ন দেখে
অভিন্ন বা ভিন্ন সপ্ন (সবার,
অনেকে)স্বপ্ন ভাঙা কষ্ট নিয়ে
ক্ষণে ক্ষণে নয়ন মুছে (আবার।।
কারো স্বপ্ন মেঘের মতো
বৃষ্টি হয়ে যাচ্ছে ঝরে,
কারো স্বপ্ন মাছের মত
জল না পেয়ে যাচ্ছে মরে।
কারো স্বপ্ন প্রণ বাঁচা বার
অনাহারীর পেটের খাবার।।
কারো স্বপ্ন তুলার মত
হাওয়ায় হাওয়ায় যাচ্ছে উড়ে,
কারো স্বপ্ন পাখার মত
এক জায়গাতে যাচ্ছে ঘুরে।।
আমার স্বপ্ন মহা স্বপ্ন
মহা আকাশ সমান বিস্তার,
সূর্যের মত তপ্ত স্বপ্নে
ভিতরের ভয় করি নিস্তার।
অনিয়মের মুখোমুখি
লড়াই করি জয়ী হবার।।
স্বপ্নটাকে গেঁথে রাখি
ভালবেসে হৃদয় মাঝে,
স্বপ্নটাকে চোখে রাখি
দিবানিশি সকল কাজে।
স্বপ্ন টাকে ভিত্তি করে
স্বপ্ন দেখি কাল দাঁড়াবার।
স্বপ্ন যত শক্তিশালী
দুর্বল হবে শত্রু তত,
স্বপ্ন যত বড় হবে
ছোট হবে মনের ক্ষত।
স্বপ্নটাকে যত্নে রাখি
স্বপ্ন ছাড়া নাই হারাবার ।।
Comments
Post a Comment