হৃদয় গলে
হৃদয় গলে
খাদিজা বেগম
তোমার কথায় হৃদয় গলে
যদি অশ্রু হয়ে ঝরে,
আমি কোথায় রাখবো তোমায়
বাসবো ভালো কেমন করে।।
যেই হৃদয়ে তোমায় রাখি
সেথায় ক্ষত কর না আর,
তোমার কথায় কষ্ট হয় খুব
ফেটে যেতে চায় এই অন্তর।
কে তোমাকে করবে আদর
আমি যদি যাইগো মরে।।
যেই বুকেতে তোমায় রাখি
যত্ন করে সারাটা রাত,
কেমন করে পারো তুমি
সেই বুকেতেই দিতে আঘাত।।
বড় বেশী ভালোবাসি
তাই পারিনা দুঃখ সইতে,
তুলতে পারি না অভিযোগ
পারি না তো কীছু কইতে।
ঘুচিয়ে দাও হৃদয়ের ঘা
জড়িয়ে লও প্রেম চাদরে।।
Comments
Post a Comment