গুণের চর্চা
গুণের চর্চা
খাদিজা বেগম
রুপের চর্চার চেয়ে তুমি
বেশি করো গুণের চর্চা,
ওই রুপ তোমার মলিন হবে
সোনার শরীর হবে খরচা।
মানব গুণে গুণান্বিত
হতে পারো যদি তুমি,
তোমার গুণের বৃষ্টি ঝরে
সবুজ হবে মরুভূমি।
সরল সঠিক পথে চলো
পথ চলনা যেন তেরচা।।
জীবন যুদ্ধ বড়ই কঠিন
তাই সময়ের নয় অপচয়,
নিজের প্রতি দাও গুরুত্ব
থাকতে তোমার নিজের সময়।।
তোমার গুণে জ্বলবে আগুন
হবে না তা কভু মলিন,
দেহ তোমার মাটি হলেও
গুণ হবে না কভু বিলীন।
মনের রাজ্যে গড়ে তোল
নৈতিকতা ভরা মোর্চা।
Comments
Post a Comment