শ্রমিক

 শ্রমিক 

খাদিজা বেগম 


রোদে পোড়া শ্রমিক আমি 

আমার গায়ের রঙটি কয়লা,

ঘামে ভেজা শ্রমিক আমি 

আমার শরীর ভরা ময়লা। 


ক্ষুধার জ্বালায় জ্বলে মরি 

জীর্ণ শীর্ণ দেহ নিয়ে,

তবুও ভাই কাজ করে যাই

কাস্তে, কোদাল, লাঙ্গল দিয়ে।

ফসল ফলাই ভালবেসে 

দিনের শেষে কাঁদি একলা।।


মনের সুখে খাচ্ছ খাবার 

দিন কাটাচ্ছ হেসে খেলে,

তবুও নাই কৃতজ্ঞ বোধ

শ্রমিক দেখো অবহেলে।


কাঁদা মাখা নগ্ন পায়ে 

কাজ করে যাই শক্ত হাতে,

তোমরা তবু মূল্য দাও না

কঠিন কাজের অনুপাতে।

দিচ্ছ জবাই শ্রমিকদের কে 

যেন শ্রমিক পোষা বয়লা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান