কেঁদো না

 কেঁদো না 

খাদিজা বেগম 


আমি যদি যাই মরিয়া 

তোমরা কেহ কেঁদো না,

মরা ছাড়া দূর হবে না 

আমার দুঃখ বেদনা।।


কষ্টের জীবন চলে গেলে 

কি বা তাতে আসে যায়,

কত কষ্ট সইলাম আমি 

একটু বেঁচে থাকার দায়।

সারা জীবন দিল আমায় 

এই জীবনে যন্ত্রনা।।


বেঁচে থাকা বড়ই কঠিন 

শ্বাস নিঃশ্বাসে কষ্ট হয়,

মরার পরে সুখী হব 

সুখে রাখবেন দয়াময়।।


হয়তো কারো উপকারে 

আমি আসতে পারি নাই, 

তবু মনে এই সান্তনা 

কারো ক্ষতি করি নাই।

অজান্তে ভুল হয়ে গেলে 

ক্ষমা করতে ভুলো না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান