বেদনার ভার

 বেদনার ভার 

খাদিজা বেগম 


এত ব্যথা বেদনার ভার 

সহিতে তো পারিনা আর,

ব্যথাগুলো দূর করে দাও 

এই প্রার্থনা করি বারবার।।


তুমি আমার আমি তোমার 

এর মাঝে নেই অন্য কেহ,

লাশের মতো টেনছি তবু 

আমি আমার জিন্দা দেহ।

আমার প্রতি একটু দয়া 

বলো হয় না কেন তোমার??


যন্ত্রণাতে কাঁদি আমি 

তুমি চুপটি করে শোন,

দুই নয়নের অশ্রু আমার

তুমি মুছে দাও না কেন??


তোমায় এত ভালোবাসি 

তাই বলে কি দেবে কষ্ট, 

কষ্টে কষ্টে জীবন আমার 

হয়ে গেছে খুব অতিষ্ঠ।

স্বাদ নাই আমার বেঁচে থাকার 

দাও খুলে দাও ওপারের দ্বার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান