মন মেলে না

 মন মেলে না 

খাদিজা বেগম 


এখন) প্রেম যমুনায় চর জেগেছে 

তাতে প্রেমের নাও চলে না,

চলে) প্রেমের নামে অশ্লীলতা 

তাকে তো আর প্রেম বলে না।।


এখন) প্রেম করিতে মন লাগেনা 

ওদের লাগে শুধু দেহ,

যারা) দেহ দিয়ে প্রেম করিবে 

তারা মানুষ নয় তো কেহ।

প্রেমে) জ্বলে প্রেমিক জনা তবু

রীতিনীতি তার টলে না।।


ও যার) ভিতরে নাই নৈতিকতা

প্রেম করো না কেউ তার সাথে, 

হিংস্র)পশুর সাথে প্রেম করিলে 

কাঁদতে হবে দিনে রাতে।।


অনেক) আগের সেই প্রেম ভালোবাসা 

ছিল লোকের লাজুক চোখে, 

এখন) লজ্জা শরম সব হারিয়ে 

অসভ্যতা করে লোকে।

এখন) দেহের সাথে দেহ মেলে 

মনের সাথে মন মেলে না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান