অমরত্ব
অমরত্ব
খাদিজা বেগম
আমার/ আবেগে আর বিবেকে
আমাকে ফেলে দিয়েছে যেন দোটানায়?
আমিতো/ আবেগ বিবেক এর
মাঝে পড়ে পৃষ্ঠ হয়ে যাচ্ছি সর্বদায়।
কেন যে/ আমি করতে পারি না এই
আবেগ বিবেক এর ঠিক সমন্বয়!
ওদের/ মাঝে এত দ্বন্দ্ব দেখে
সাহস হারিয়ে কান্দে অবুঝ হৃদয়।
কখনো/ আবেগের স্রোতে মন
ভাসিয়ে দিলে বিবেকে ভাষণ শুনায়!
শোন হে/ শুধু আবেগে চলো না
এভাবে চলা কি কোন মানবকে মানায়?
আমার/ ডানে, বামে, পিছু মানা
খুঁজে পাই না এই নিজেকে রক্ষার উপায়,
কখনো/ টানে বিবেকে আমায়
কখনো টানে আবেগে দূর অজানায়।
সহজ/ সরল পথটা ধরো মন
সামনে চলার ঐ পথ আলোকিত পথ,
যে জন/ ডানে, বামে, পিছু চলে
সেই মানুষটা কারো জন্য নয় নিরাপদ।
আমার/ একটা বোঝা বইতে কষ্ট
তবু কেন দুইটা বোঝা টেনে টেনে চলি,
কেন এই/ আবেগ আর বিবেক
এক শরীরে দুই জ্বালা নিয়ে আমি জ্বলি?
আমার/ একটা হলে ভালো হতো
চিন্তা-চেতনায় হতো না দিবানিশি লড়াই,
ছিঃ ছিঃ ছিঃ/ আমি কি সব ভেবেছি
আমি জয় পেতে চাইনা প্রতিদ্বন্দ্বী ছাড়াই।
রবির/ চেয়েও উজ্জ্বল হব
ফেরেশতার চেয়ে আর হবই উৎকৃষ্ট,
নিজেকে/ নিজে গড়ে তুলে নেবো
তবেই সৃষ্টি জগতে আমি হবো শ্রেষ্ঠ।
না হলে/ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী
কি করে প্রকাশ পাবে আমার বীরত্ব,
কঠিন/পরীক্ষাটা দিয়ে আমি
১০০ নাম্বার নিয়েই নেব অমরত্ব।
অক্ষর বৃত্ত:৩/ ৮/৮/৬
উপমাত্র: ৩
অপর্ণ মাত্রা: ৬
Comments
Post a Comment