হাসিটা ফুলের মত

 হাসিটা ফুলের মত 

খাদিজা বেগম 


যারে নিয়ে স্বপ্নে ভাসি

তার হাসিটা ফুলের মত,

ঘ্রাণ ছড়িয়ে প্রাণ জুড়িয়ে 

দূর করে দেয় মনের ক্ষত।।


যারে পেতে বিভোর আমি 

আমার স্বর্গ তারি বুকে,

তার কথাতে কষ্ট ভুলে 

আমি থাকি হাজার সুখে।

তার চলাতে ঢেউ খেলে যায় 

হৃদয় ভেজে অবিরত।।


তার রুপেতে আগুন জলে 

দেহে ফোটে ফাগুনের ফুল,

সেই মেয়েটি কাজল কালো

তার প্রেমেতে হৃদয় মশগুল।।


সে যদি গো ভালবেসে

তার হাত রাখে আমার হাতে, 

ভয় করিনা চলতে আমি 

বন্ধুর পথে আঁধার রাতে।

মনে মনে স্বপ্ন বুনি 

তাকে নিয়ে কত শত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান