এই শহরটা
এই শহরটা
খাদিজা বেগম
আলো ভরা এই শহরটা
ভালোবাসার শহর নয়,
এই শহরে বাসলে ভালো
দুই নয়নে বৃষ্টি হয়।।
এই শহরে টাকা ওরে
সবাই ধরতে পারে না,
টাকার নেশা বড় নেই
এই নেশা তো ছাড়ে না।
এই শহরে হয় প্রতিদিন
মানবতার পরাজয়।।
এই শহরে অনেক বেশি
ভালোর চেয়ে মন্দ লোক,
সাধু সেজে ঘুরে বেড়ায়
বন্ধু রুপে প্রতারক।।
চোখ ধাঁধানো এই শহরে
পদে পদে অন্ধকার,
সরল সোজা লোকের জন্য
দীর্ঘশ্বাস আর হাহাকার।
এই শহরে থাকা যায় না
খুব নিশ্চিন্তে নির্ভয়।।
Comments
Post a Comment