যত দেখি

 যত দেখি 

খাদিজা বেগম 


যত দেখি চেয়ে থাকি

আহা কি যে সুন্দর ওই মুখ,

আগে আমি জানিনি তো 

দেখার মাঝেও এতটা সুখ।।


আনমনা মন তোমায় ভেবে 

বারে বারে হয় উদাসী,

সীমার বাহির করে আমায় 

তোমার হাতের অসীম বাঁশি।

চঞ্চল দেহ চলে না আর 

কান্নায় কানায় প্রেমের অসুখ।।


তুমি ছাড়া কে সারাবে 

আমার এমন কঠিন ব্যাধি, 

ক্ষণে ক্ষণে হাসি আমি 

ক্ষণে ক্ষণে আবার কাঁদি।। 


স্বপ্নে হারাই তোমার সাথে 

স্বপ্নে সাজি তোমার বধু,

স্বপ্নে এসে তোমাকে দেই

প্রেম পেয়ালা ভরা মধু।

স্বপ্ন ভেঙে একলা আমি 

ধুকধুক করে আমার এই বুক।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান