মন মাতানো পরশ
মন মাতানো পরশ
খাদিজা বেগম
তুমি এলে তুমি গেলে
আমার) বিরহ তো গেলো না,
একি প্রেম না কি ছলনা
তুমি) বলনা গো বলো না।।
কাছে আসে ভালবেসে
ভাসাও স্বপ্ন জোয়ারে,
দূরে গেলে খুঁজি শুধু
দিবানিশি তোমারে।
ভয়ে ভয়ে থাকি আমি
আমায় যেন ভুল না।।
তুমি এলে বৃষ্টির মতো
ঝরঝর করে সুখ ঝরে,
তুমি গেলে পুড়ে যায় মন
দুই নয়নের জল পড়ে।।
কাছে থাকো পাশে রাখো
সয়না বিয়োগ ব্যথা আর,
শুনতে কি গো পাওনা তুমি
এই হৃদয়ের হাহাকার!
মন মাতানো পরশ তোমার
হয়না তো তার তুল না।।
Comments
Post a Comment