স্বপ্ন ভাঙতে দেব না

 স্বপ্ন ভাঙতে দেব না 

খাদিজা বেগম 


কতকাল ধরে বসে আছি আমি 

 সুখের খবর শুনবো বলে,

ফুটে না আমার সেই আশার ফুল 

উঠে না আশার রবিটা জ্বলে।


সুখের খবর আসবে আসেবেই

বুকের ভিতরে এই বিশ্বাস,

আমার স্বপ্ন ভাঙতে দেব না 

থাকতে আমার এ নিশ্বাস।।


বারে বারে আমি পরাজিত হয়ে 

নতুন কিছু তো শিখেছি হেরে,

জয়ের নেশায় তাই তো জেগে উঠে 

প্রতিদিন ছুটে চলেছি তেড়ে।


প্রাণ হারালে ও বেঁচে যাব আমি 

মরে যাবো আমি মান হারালে,

মান ছাড়া কেহ হয় না মানুষ 

কি লাভ মানুষ রূপে দাঁড়ালে।


ধীরে ধীরে ডুবে যাতে চাই না আমি 

কালো হতাশার গভীর তলে,

বারবার পড়ে গেলে ও দাঁড়াবো

দাঁড়াবই তো আমি আলোর বলে।


পশুর মতন চাইনা কাটুক 

আহার, নিদ্রা, যৌন কর্মে,

মানুষের মতো চলবো ভুবনে 

যেমনটি বলা আছে ধর্মে।


মানুষের মত ধৈর্য ধরবো 

গড়ব নিজেকে ধৈর্যশীল,

হিংসা, নিন্দা সব ধুয়ে মুছে

সুখ ছড়াব যে অনাবিল।


একদিন আসবে সুখের খবর 

হয়তো সেদিন আমি আর নাই,

তোমরা সকলে শান্তিতে থেকো 

এটাই আমি শুধু মোনাজাতে চাই।


একার শান্তি শান্তি তো নয় 

সেই শান্তিতে নাই মনের সুখ, 

সেই মানুষটা তো মানুষই নয় 

যে পুষিবে লোভ এর অসুখ।।


সত্যিকারের মানুষ সেই জন 

যার আশ্রয়ে নাই কোন ভয়, 

তার কথা কাজে অচিরেই আসবে 

মানবজাতির জন্য জয়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান