ও বাবা
ও বাবা
খাদিজা বেগম
ও বাবা) আমার নামের সাথে আমি
খুব যতনে তোমার নামটি (লেখি,
ও বাবা) আমায় দেখার সাথে আমি
স্মৃতির দুয়ার খুলে তোমায় (দেখি।।
ও বাবা) রক্ত হয়ে বইছো তুমি
আমার সারা শরীর জুড়ে,
তবুও) তোমার আদর পাবার আশায়
আমার অবুঝ হৃদয় পুড়ে।
ও বাবা) তোমার স্নেহ ছাড়া যেন
এই পৃথিবীর সবি মেকি।।
ও বাবা) একি রক্তে গড়া মোদের
বাবা মেয়ের দুটি কায়া,
দেখ না) দুইজন থাকি দুই প্রান্তে
তবু কমে নি তো মায়া।
ও বাবা) তুমি থাকো মাটির নিচে
আমি মাটির উপর থাকি,
বারেবার) মন তোমাকে ভেবে কাঁদে
খুব নীরবে ভিজে আঁখি।
ও বাবা) তুমি ছাড়া সবার চোখে
আমি আমরা গাছের ঢেঁকি।।
Comments
Post a Comment