বৃষ্টি পড়ে
বৃষ্টি পড়ে
খাদিজা বেগম
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
সকাল সন্ধ্যা বৃষ্টি পড়ে,
সারাটা দিন তোমার কথা
বারে বারে মনে পড়ে।।
রাত গভীরে ঘুম ভেঙ্গে যায়
বৃষ্টির শব্দ আসে কানে,
তার পরে ঘুম পালিয়ে যায়
জেগে থাকি তোমার টানে।
আসলে তুমি এই বৃষ্টিতে
বাসবো ভালো মিষ্টি করে।।
বৃষ্টির সুরে গাইছে এ মন
হিয়া নাচে বৃষ্টির ছন্দে,
আনমনা মন হারিয়ে যায়
ভেজা দোলন চাঁপার গন্ধে।।
বৃষ্টি ভেজা কদম ফুলে
হিমেল হাওয়া দোল দিয়ে যায়,
সেই দোলেতে পাগল হয়ে
আমার এ মন তোমাকে চায়।
এই বৃষ্টিতে এই মন চায় খুব
তোমায় দেখি দৃষ্টি ভরে।।
Comments
Post a Comment