ঘুষখোর আমলা

 ঘুষখোর আমলা 

খাদিজা বেগম 


আমজনতার বেতনে খাও 

ওরে শালার কামলা,

আবার তাদের উপর করো 

ষড়যন্ত্রের হামলা।। 


দুর্নীতিতে নীতি খাইছো 

তোরা সবাই মিলে, 

শিক্ষা অঙ্গন খাইছো তোরা 

হাসের মতো গিলে।

দেশের সুনাম করছো মলিন 

ওরে ঘুষখোর আমলা।।


প্রতিটা খাত খেয়ে খেয়ে 

তোরা করছো সবার,

তোদের জন্য শিক্ষা অঙ্গন 

ভিন্ন চাইছো আবার।


এত বেশি দিস না তোরা 

দেশ মাতাকে কষ্ট,

বুদ্ধি থাকলে গড়িয়া লও 

সুনাম ভরা রাষ্ট্র।।

সাবধান করে দিচ্ছি ছেড়ে 

লোভ লালস সামলা।।


ভাল আমলা আছে বলেই এই দেশের সবকিছু এখনো টিকে আছে ।

্র্ দুর্নীতির ভিতরে ডুবে থাকলেও এখনো আছে,

সবকিছু এখনো শেষ হয়ে যায়নি, তাই সচেতনতা দরকার, প্রতিটা মানুষের, প্রতিটা নারী, পুরুষের,

 প্রতিটা কর্মকর্তা, কর্মচারীর। এই দেশ আমাদের

তাই আমাদেরকে আগে ভালো হতে হবে, তারপরে দেশটা অটোমেটিক ভালো হয়ে যাবে,

 আমি কাউকে ছোট করার জন্য লিখেছি।

এই লেখাটা আমি লিখেছি যেন, আমরা সবাই সচেতন হতে পারি, আরো সাবধানে নীতি-নৈতিকতা হৃদয়ে পুষে রাখতে পারি, আরো বেশি করে নিজেকে শাসন করার মাধ্যমে নিজের হৃদয় থেকে লোভ লালসা ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি, নিজেদের হৃদয়ের ষড়যন্ত্র, দুর্নীতির ক্ষত নিজেরা চিকিৎসা করতে পারি, তবেই আমাদের দেশ সূর্যের মতো আলোকিত হয়ে পৃথিবীতে উজ্জ্বল সম্মান নিয়ে দাঁড়াতে পারবে সবার উপরে।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান