একলা পথের পথিক
একলা পথের পথিক
খাদিজা বেগম
একলা পথের পথিক আমি
আমার আগে পিছে কেউ নাই,
দিনে একলা রাতে একলা
আমার ডানে বামে কেউ নাই।
উপর অলা ওই ওপরে
আমি তারি ছায়াতলে,
সে ছাড়া আর কেউ জানে না
বুকে কত আগুন জ্বলে।
সবার কাছে পর হয়েছি
আজ আমার নাই বলে কামাই।।
সোনা দেখে দু হাত বাড়াই
পরে দেখি ছাই সবি ছাই,
কপাল দোষে দোষী আমি
সব কিছুতে তাই হেরে যাই।
রাত গভীরে সবাই ঘুমায়
আমি চলছি নিরুদ্দেশে,
জানিনা তো কোথায় যাব
দুই নয়নের জলে ভেসে।
যারে আমি বাসি ভালো
তার বাবা চায় ধনী জামাই।।
Comments
Post a Comment