বাস্তবতার চাপে
বাস্তবতার চাপে
খাদিজা বেগম
জীবন সঙ্গী করে যে জন
দুশ্চরিত্রের সাথে চলে,
জাহান্নামের আগুনে সে
মরার আগেই যাচ্ছে জ্বলে।।
দুশ্চরিত্র নয় তো শুধু
অবৈধ প্রেম পরকীয়া,
আরো আছে অহংকারী
কথা বলে ধমক দিয়া।
লুকোচুরি করে বেড়ায়
কথায় কথায় মিথ্যা বলে।।
এক বিছানায় যার শুতে হয়
বিশ্বাসঘাতক সঙ্গীর সাথে,
তার যন্ত্রণা শেষ হবে না
মন পুড়ে তার দিবারাতে।
এমন সঙ্গী হয় না যেন
এই পৃথিবীর কোন লোকের,
যে সঙ্গীটা সখু না হয়ে
ব্যথা হয়ে রবে বুকের।
বাস্তবতার চাপেও তবু
দুঃখির হাসি মুখ ঝলমলে।।
Comments
Post a Comment