হয়তো আমি

 হয়তো আমি 

খাদিজা বেগম 


হয়তো আমি সেই গাছের ফুল 

ঝরার পরে যে ঘ্রাণ ছড়ায়,

ফোটার পরে কেউ দেখে না 

অনাদরে থাকে ধরায়।।


হয়তো আমি সেই নদীর কূল 

যে নদীতে থাকে না জল, 

কানায় কানায় আশা ভরা 

সদা করে শুধু উজ্জ্বল।

হয় তো আমি সবুজ বৃক্ষ

শান্তি খুঁজে মন যার ছায়ায়।।


হয়তো আমি অন্ধকার রাত 

তবু রেখে যাব সকাল,

হয়তো আমি বৈশাখী ঝড় 

তবু ধ্বংস করব মাকাল।।


হয়তো আমি শ্রমিক লোকের 

শক্ত হাতের এক হাতিয়ার, 

অলস, অজ্ঞ, অসুস্থ লোক 

সইতে পারে না আমার ভার।

হয়তো আমি সস্তা মাটি 

দামি লোকে যেথায় দাড়ায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান