মায়ের কোলে

মায়ের কোলে 
খাদিজা বেগম 

ভয় করিনা ঝড় জলোচ্ছ্বাস 
আমি থাকলে মায়ের বুকে,
আমার মায়ের বুকের ভিতর 
আমি থাকি স্বর্গের সুখে।।

ঝড় তুফানে ঘরের চালা 
ভেঙ্গে চুরে উড়ে গেলেও,
নিরাপদে থাকি আমি 
মায়ের কোলে কাদা জলেও।
মা জননী সেরা ডাক্তার 
ভয় করিনা তাই অসুখে।।

রবের পরে মায়ের স্থান
কভু যেন ভুলে যাই না,
মাকে ছাড়া একটি দিনও 
একটু দূরে থাকতে চাই না।

যেমন করে শিশু কালে 
মা রেখেছে আমার খেয়াল,
রাখবো মাকে তেমনি চোখে 
হতে দেবো না তো আড়াল।
মায়ের দিকে আসলে কষ্ট 
আমি থাকবো তার সম্মুখে ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান