ঝরা পাতা

 ঝরা পাতা 

খাদিজা বেগম 


তোমার জন্য আমারি প্রেম 

কভু ছিল না তো মিছে,

ঝরা পাতা ভেবে তুমি 

তবু আমায় গেছো পিষে,


শুকনো পাতার মতো করে 

ভেঙে গেছে আমারি মন,

তবু তোমায় ভালোবেসে 

আজো কাঁদে আমার নয়ন।

তোমার মত পারবো না তো

ভুলে যেতে এক নিমিষে।।


তুমি এখন আস না আর 

আমার চোখের সীমানাতে, 

তবু আমি মিশে থাকি 

অনুভবে তোমার সাথে।।


তোমার মত আমি তো নই 

ভালোবেসে যাবো ভুলে,

আসবে বলে বসে আছি

আমার মনের দুয়ার খুলে।

তোমায় ছাড়া প্রাণ বাঁচে না 

মরে যাচ্ছি বিয়াগো বিষে।।









Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান