আজ এসো না বৃষ্টি

 আজ এসো না বৃষ্টি 

খাদিজা বেগম 


আজ এসো না বৃষ্টি তুমি 

যাও ফিরে যাও তোমার দেশে, 

তোমার জলে আগুন জ্বলে 

প্রবাসীরে ভালোবেসে।।


বারে বারে তুমি এসে 

পাগল করে দাও আমাকে, 

এই পাগলামি কে থামাবে 

সে যদি না পাশে থাকে।

নির্দয়া রে ভালোবেসে 

আমি গেলাম যেন ফেঁসে।।


পারের বারে এলে তুমি 

সাথে নিয়ে এসো তাকে,

বিরহী মন জেগে ওঠে 

তোমার মেঘের ডাকে ডাকে।।


একলা ঘরে বৃষ্টির শব্দে 

মনটা নাচে তা ধিন তা ধিন,

ঝটপটিয়া মন মরে যায় 

যেমন মরে জল ছাড়া মিন‌‌।

তার বিরহ বিষে বিষে 

আমি মরে যাব শেষে।। 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান