ইটের ভাটার ধোঁয়া
ইটের ভাটার ধোঁয়া খাদিজা বেগম ইটের ভাটার ধোঁয়ায় ধোঁয়ায় নীল আকাশটা হলো কালো, ইটের ভাটার বিপক্ষে আজ প্রতিবাদী আগুন জ্বালো।। দূষণ মুক্ত রাখবো আমরা লাল সবুজের এই বাংলাদেশ, অর্থ লোভীর মন্দ কাজে এই দেশ হতে দেব না শেষ। ভালো মনের মানুষগুলো কাজের মাঝে ছাড়ায় আলো।। নীতিমালা মেনে চলবো রাখবো দূষণ মুক্ত বায়ু, তাতে এই দেশ ভালো থাকবে বৃদ্ধি পাবে সবার আয়ু। এমন কর্ম কেউ করো না যাতে ধ্বংস হয় পরিবেশ, ছোট সুখের জন্য কেহ ডেকো আনো না বড় ক্লেশ।। পরিষ্কার মন যাদের ভিতর তাদের সকল কর্ম ভালো।।