আঙ্গুল লাগাও গালে
আঙ্গুল লাগাও গালে
খাদিজা বেগম
চুল সরানোর অজুহাতে
যখন আঙ্গুল লাগাও গালে,
জ্বলে পুড়ে ছাই হয়ে যাই
আমি তোমার প্রেমের ঝালে।
একের পরে এক এক করে
নানান রকম অজুহাতে,
তুমি যখন সময় কাটাও
ঘুরে ঘুরে আমার সাথে।
তখন এ মন দোয়া করে
তোমার পেতে এই কপালে।।
ওই চোখেতে বড় মায়া
দেখলে একবার চোখ সরেনা,
ঐ হাতের ঐ যাদুর ছোঁয়া
একবার পেলে মন ভরে না।
তোমায় নিয়ে স্বপ্নে বিভোর
আমার সরল দুটি নয়ন,
মন বলে যায় মনে মনে
তোমায় আমার খুব প্রয়োজন।
ধীরে ধীরে ফেঁসে গেছি,
আমি তোমার প্রেমের জালে।।
Comments
Post a Comment