প্রেম দাও অফুরন্ত

 প্রেম দাও অফুরন্ত

খাদিজা বেগম


সারা অঙ্গে ব্যথা ভরা 

মাথা থেকে পা পর্যন্ত,

একটা দেহে এত ব্যথা 

আমার ব্যাথার নাই অনন্ত।।


পায়ে ব্যথা হাতে ব্যথা 

ব্যথা আমার বুকের ভেতর,

ব্যাথার চোটে ঘুম আসে না 

ব্যথায় ব্যথায় আমি কাতর।

ব্যথার বিষে খেলো চুষে 

এই জীবনে সব বসন্ত।।


ব্যথা থেকে মুক্তি চেয়ে 

অশ্রু দিয়ে করি আর্জি,

হে রহমান, দয়া করো 

কবুল করো আমার মর্জি।।

 

এত কষ্ট নিয়ে আমার 

কি বা দরকার বেঁচে থাকার?

ব্যথা থেকে দাও আমায় ত্রাণ 

ব্যথায় ব্যথায় জীবন ছারখার।

আমায় তুমি মাফ করে দাও 

তোমার প্রেম দাও অফুরন্ত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান