স্বার্থের কাছে
স্বার্থের কাছে
খাদিজা বেগম
স্বার্থের কাছে ভালবাসা
অরক্ষিত অসহায়,
রক্তের বাঁধন সেখানেও
মন ভুলানো অভিনয়।।
টাকার কাছে হার মেনে যায়
বারে বারে সরল মুখ,
বিশ্বাস ঘাতক সু্যোগ পেলেই
জোঁকের মত দেয় চুমুক।
লোকের ভালো সয় না চোখে
কাজের নামে হয় নয় ছয়।।
অভিনয়ে পাকা যারা
সফল হয়ে যায় তারা,
সরল পথের পথিক যারা
ষড়যন্ত্রে দিক হারা।।
মানুষ রুপি শয়তান গুলো
কানায় কানায় সমাজে,
তাই তো বুঝি নৈতিকতা
এখন আর পাই না কাজে।
আজ বারেবার হেরে গেলেও
হবেই একদিন সত্যের জয়।।
Comments
Post a Comment