অমূল্য ধন মা

 অমূল্য ধন মা

খাদিজা বেগম


পুর্নিমার ঐ চাঁদের মত

আমার মায়ের মুখ,

যত দেখি মন ভরে না

লাগে শুধু সুখ।


মায়ের হাসি অনেক দামি

কেনা যায় না তা,

মূল্য দিয়ে পাওয়া যায় না

অমূল্য ধন মা।

মায়ের চোখে কান্না দেখলে

ভাঙ্গে আমার বুক।।


মায়ের মুখে হাসি দেখলে

হাসে আমার মন,

কেউ হবে না মায়ের মত

এত আপন জন।


মায়ের দোয়া শ্রেষ্ঠ দোয়া

তা পেয়েছে যে,

সে চলে যায় সবার উপর

তাকে থামায় কে?

আদর যত্নে রাখবো মাকে

না পায় যেন দুখ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান